ভাতিজাকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ, চাচা নিখোঁজ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় শিশু ভাতিজাকে উদ্ধার করতে গিয়ে তার চাচা মধুমতি নদীতে ঝাঁপ দিয়েছেন। পরে ওই শিশুটিকে উদ্ধার করা হলেও তার চাচাকে উদ্ধার করা যায়নি। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে কাশিয়ানীর কালনা ফেরিঘাটে এই ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তির নাম বাবু মিনা (৪৫)। তাঁর বাড়ি নড়াইলের বাঁশগ্রামে। খুলনার একটি ডুবুরি দল নিয়ে নড়াইলের ফায়ার সার্ভিসের কর্মীরা আজ রোববার মধুমতি নদীতে নেমে বাবু মিনার সন্ধান করেও ব্যর্থ হন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, শনিবার রাতে ঢাকা থেকে দিগন্ত পরিবহনের একটি বাসে করে ভাতিজা রোমান মিনাকে (৮) নিয়ে গ্রামের বাড়ি নড়াইলের বাঁশগ্রামে যাচ্ছিলেন বাবু মিনা। রাত ৩টার দিকে বাসটি কালনা ফেরিঘাটে এসে ফেরিতে ওঠে। এ সময় শিশু রোমান মিনা বাস থেকে নেমে প্রস্রাব করতে গেলে অসাবধানতাবশত ফেরি থেকে মধুমতি নদীতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য চাচা বাবু মিনা নদীতে ঝাঁপ দেন। কিন্তু বাবু মিনাকে নদী থেকে উঠতে না দেখে অন্য এক ব্যক্তি ওই ভাতিজাকে নদী থেকে উদ্ধার করেন। এরপর থেকে আর বাবু মিনাকে খুঁজে পাওয়া যায়নি।
নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘বেলা ১১টা থেকে উদ্ধারকাজ চালাচ্ছি। মধ্যে একটু কাজ বিঘ্নিত হয়। কিন্তু এখনো নিখোঁজ বাবু মিনাকে পাওয়া যায়নি।’