বাগেরহাট-৩ আসনে বিএনপির মনোনয়ন কিনলেন লায়ন ফরিদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ৩ (মোংলা-রামপাল) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করতে বিএনপির মনোনয়ন কিনেছেন বাগেরহাট জেলা বিএনপির সহসভাপতি ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
সোমবার সকালে দলের নয়াপল্টন কার্যালয় থেকে শেখ ফরিদ এ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পরে মুঠোফোনে তিনি নিজে এর সত্যতা নিশ্চিত করেন।
ওই সময় শেখ ফরিদের সঙ্গে মোংলা ও রামপালের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন বলেও তিনি জানান। লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘মোংলা-রামপালে আওয়ামী লীগের ঘাটি ভেঙে জয় ছিনিয়ে আনতে বিএনপি প্রার্থীর বিকল্প নেই।’
৯০-এর এরশাদবিরোধী আন্দোলনে মাঠে সক্রিয় ছিলেন বিএনপির এই নেতা। এ ছাড়া ১/১১ এরপর থেকে মামলার শিকার বিএনপি জোটের হাজারো নেতাকর্মীকে তিনি আর্থিক ও আইনি সহায়তা দিয়েছেন।
এ ছাড়া সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের জন্য স্থানীয়দের মধ্যে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেছেন লায়ন ফরিদ।
মোংলা-রামপালে নারী-পুরুষ মিলিয়ে দুই লাখ ২৭ হাজার ৬৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়েরই রয়েছে ৫০ থেকে ৬০ হাজারের মতো ভোট।