নেত্রকোনায় নানা আয়োজনে ঈদ পুনর্মিলনী উৎসব
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/27/photo-1443369201.jpg)
‘রাজনীতি যার যার, মোহনগঞ্জ সবার’ স্লোগানে নেত্রকোনায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে ঈদ পুনর্মিলনী উৎসব। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী আবদুল মমিন ও সাবেক সংসদ সদস্য ডা. আকলাকুল হোসাইন আহম্মেদসহ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
মোহনগঞ্জ উন্নয়নে নাগরিক আন্দোলনের আয়োজনে শনিবার রাতে স্থানীয় শহীদ আলী উছমান শিশু পার্কে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ওবায়দুল হাসান শাহীন। সভার শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে মোহনগঞ্জ উন্নয়নে নাগরিক আন্দোলনের সভাপতি মুক্তিযোদ্ধা সামছুল হক মাহবুবের সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম প্রমুখ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রঞ্জিত চন্দ্র সরকার, জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার কাজী এমদাদ, লোকসাহিত্য গবেষক গোলাম এরশাদুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শেষে কুদ্দুস বয়াতিসহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মধ্য রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।