নেত্রকোনায় তিনদিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/27/photo-1443371329.jpg)
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ রোববার থেকে পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হয়েছে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা।
এ উপলক্ষে সকালে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি সারা শহর প্রদক্ষিণ করে। পরে মেলা প্রাঙ্গণে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. আবদুর রহিমের সভাপতিত্বে ‘উন্নয়ন মেলা’ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোসাইন আকন্দ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গনি তালুকদার, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক আলহাজ গাজী মোজাম্মেল হোসেন টুকু।
উন্নয়ন মেলায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, তথ্য বিভাগ, কৃষি বিভাগ, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, বিআরডিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০টি স্টল স্থাপন করা হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।