বগুড়ায় আ. লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মন্দিরপুকুর গ্রাম থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মন্দিরপুকুর মধ্যপাড়ার একটি ধানক্ষেত থেকে ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নজরুল ইসলামের (৫৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে চাঁপাপুর ইউনিয়নের মন্দিরপুকুর গ্রামের একটি ধানক্ষেত থেকে পুলিশ নজরুল ইসলামের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য আওয়ামী লীগ নেতার লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। খুনের কারণ এখনো জানা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।