পুণ্যস্নানে শেষ হলো দুবলার চরের রাসমেলা

সুন্দরবনের দুবলার চরে আয়োজিত রাস উৎসব এবারের মতো সমাপ্ত হয়েছে। আজ শুক্রবার ভোরে সূর্যোদয়ের আগে সাগরের নোনা পানিতে হাজার হাজার পুণ্যার্থীর স্নানের মধ্য দিয়ে এ উৎসব শেষ হয়।
গত দুই যুগ ধরে জাঁকজমকপূর্ণভাবে বাংলা কার্তিক মাসের শেষ কিংবা অগ্রহায়ণের শুরুর দিকে ভরা পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় এ রাস উৎসব। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব হলেও এটি এখন পরিণত হয়েছে সব ধর্মের মানুষের মিলনমেলায়।
জোয়ারের নোনা পানিতে স্নান করলে পাপ মোচন হবে—এমন বিশ্বাস নিয়েই এ রাসমেলায় যোগ দেন হিন্দু ধর্মাবলম্বীরা। দেবতা শ্রীকৃষ্ণ এ তীর্থস্থানে পুণ্যস্নান করেছেন বলে তাঁদের বিশ্বাস।
গত বুধবার থেকে শুরু হওয়া উৎসব শেষে এরই মাঝে যাঁর যাঁর গন্তব্যের দিকে ফিরতে শুরু করেছেন পুণ্যার্থীরা।