রুপি পাচার : পাঁচজন রিমান্ডে

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আনা ভারতীয় রুপি পাচারের ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এঁরা হলেন সিঅ্যান্ডএফ এজেন্ট ফ্ল্যাশ ট্রেডের চেয়ারম্যান শামীমুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক আসাদ উল্লাহ, সহযোগী আহমদ উল্লাহ, মোহাম্মদ ছাবের ও তৌহিদুল আলম।
সহকারী কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, আসামিদের হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গৃহস্থালির পণ্য ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা একটি কন্টেইনারে চারটি কার্টন আটক করে শুল্ক ও গোয়েন্দা সংস্থা। গত ১৯ সেপ্টেম্বর এসব কার্টন খুলে দুই কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৫০০ রুপি পাওয়া যায়।
এ ঘটনায় শুল্ক কর্মকর্তা বিধান কুমার বড়ুয়া বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।