বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ক্যাবল শ্রমিকের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/29/photo-1443530408.jpg)
নেত্রকোনায় ডিস ক্যাবল লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের সাতবুড়িকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার দরুণ বালী গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে মাঈন উদ্দিন মানু (২০) ও পূর্বধলা উপজেলার বিষমপুর গ্রামের লিটন মিয়ার ছেলে রুবেল মিয়া (১৯)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ডিসের ক্যাবল লাইন মেরামতকারী মাঈন উদ্দিন মানু ও রুবেল মিয়া আজ দুপুর আড়াইটার দিকে সাতবুড়িকান্দা গ্রামের পল্লী বিদ্যুতের খুঁটির মাধ্যমে নেওয়া ডিস ক্যাবল লাইন মেরামতের জন্য বিদ্যুতের খুঁটিতে ওঠেন। ডিস লাইন মেরামতকালে অসাবধানতাবশত হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মাঈন উদ্দিন নিহত ও রুবেল আহত হন। আশপাশের লোকজন দ্রুত রুবেলকে নেত্রকোনা জেলা আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।