নবনির্মিত খুলনা রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু

নবনির্মিত খুলনা রেলস্টেশন। ছবি : এনটিভি
আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই নবনির্মিত খুলনা রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকালে খুলনা-ঢাকা পথে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি চলাচলের মধ্য দিয়ে নতুন স্টেশনের যাত্রা শুরু হলো।
এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মুজিবর রহমান বলেন, এই আধুনিক স্টেশন থেকে রেল চলাচলের মধ্য দিয়ে খুলনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হলো। ব্রিটিশ আমলে নির্মিত খুলনা রেলস্টেশনে আধুনিক সুযোগ-সুবিধা সীমিত আকারে ছিল। এখন আধুনিক প্ল্যাটফর্ম ও রেল ভবন করা হয়েছে। আজ সকাল থেকে টিকেট কাউন্টার ও যাত্রীদের বিশ্রামাগার খুলে দেওয়া হয়েছে। সকাল ৮টা ৪০ মিনিটে চিত্রা এক্সপ্রেসের যাত্রীরা নতুন প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠে প্রথমযাত্রার সঙ্গী হন।
এ উপলক্ষে খুলনা রেলস্টেশনকে গতকাল রাত থেকে লাইটিং এবং বর্ণিলভাবে সজ্জিত করা হয়েছে।