ব্যারিস্টার রফিকুল অসুস্থ, ঢামেকে ভর্তি
কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। আজ রোববার বিএনপির এই নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে একটি অ্যাম্বুলেন্সে করে রফিকুল ইসলাম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সন্ধ্যা ৬টার দিকে রফিকুল ইসলাম মিয়ার নামে হাসপাতালের জরুরি বিভাগের একটি টিকেট সংগ্রহ করে কারারক্ষীরা। জরুরি বিভাগে চিকিৎসক রাশেদ জানান, রফিকুল ইসলাম নিজেই জানান তিনি ডায়রিয়ায় ভুগছেন। ব্লাড প্রেসার মাপা হয়েছে। পরে তাঁকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
রাশেদ আরো বলেন, ‘চিকিৎসা চলছে। আশা রাখি দ্রুত সেরে উঠবেন তিনি।’
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গত ২০ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক শেখ গোলাম মাহাবুব এ রায় দেন।
দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ড পাওয়ার কয়েক ঘণ্টা পরই সন্ধ্যায় গ্রেপ্তার হন রফিকুল ইসলাম মিয়া।