বিএনপিনেতা রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (১৫ এপ্রিল) সকালে হঠাৎ স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত ধানমণ্ডি ইবনে সিনা হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়।
ব্যারিস্টার রফিকুল ইসলাম অধ্যাপক ডাক্তার আব্দুল হাই এর অধীনে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রফিকুল ইসলাম মিয়া এখন অনেকটা সুস্থ। তাঁকে কেবিনে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।