জুয়ার আসর থেকে ইউপি সদস্য আটক

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জুয়ার আসর থেকে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর রাতে তাঁকে উপজেলার তিস্তা ক্যানেল থেকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ইলিয়াছ হোসেন (৪৫) উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে উপজেলার কুজিপুকুর এলাকায় তিস্তা ক্যানেলে একটি জুয়ার আসরে হানা দেয় পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ইলিয়াছ হোসেন ধরা পড়েন।