১৪ পদের ১০টিতে বিএনপি সমর্থিতদের জয়

খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ১৪টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি পদে এই প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আর আওয়ামী লীগ সমর্থিত প্যানেল শুধু চারটি সদস্যপদে জয় পেয়েছে।
গতকাল রোববার দিবাগত রাতে এই ফল ঘোষণা করা হয়। ফলাফলে মোট এক হাজার ২৭৮ ভোটারের মধ্যে এক হাজার ১০৬ জন ভোট দেন। এর মধ্যে সভাপতি পদে সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের অ্যাডভোকেট নূরুল হাসান রুবা ৬৫০ ভোট এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমান নান্নু ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
এই প্যানেলে অন্য বিজয়ীরা হলেন সহসভাপতি অ্যাডভোকেট সরদার আবদুল জলিল ও হালিমা আক্তার, যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম, পাঠাগার সম্পাদক মো. হাবিবুর রহমান এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জয়দেব কুমার সরদার। এ ছাড়া সদস্যপদে এই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন আবদুস সোবাহান সরদার, ফারজানা এলিজা ও এস এম সাইদুর রহমান সুমন।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সদস্যপদে জয়ী হয়েছেন মোল্লা হাবিবুর রহমান, বিধান চন্দ্র ঘোষ, মেহেদী হাসান ও শাম্মি আক্তার।