চিয়ার আপ গিয়ার আপ
রেসিপি পাঠিয়ে পুরস্কার পেলেন তাঁরা

প্রাণ-আরএফএলকে সঙ্গে নিয়ে তিন বছর ধরে এনটিভি অনলাইন আয়োজন করে আসছে ‘চিয়ার আপ গিয়ার আপ দ্য টেস্ট’ নামে রান্নাবিষয়ক প্রতিযোগিতা। এখানে খাবার রান্নার রেসিপি জমা দিয়ে প্রতিযোগীরা জিতে নেন আকর্ষণীয় পুরস্কার। তৃতীয়বারের মতো প্রতিযোগিতাটি শুরু হয় গত আগস্টে। ২৬ নভেম্বর বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
এবার এনটিভি অনলাইনের সহযোগী ছিল প্রাণ-আরএফএলের কোমল পানীয় চিয়ার আপ ও ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিযোগিতার জন্য রেসিপি জমা নেওয়া শুরু হয়েছিল গত ১৭ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর। প্রায় তিন হাজারের বেশি রেসিপি জমা পড়ে এবার। সেখান থেকে সেরা তিনজনকে বিজয়ী করেন বিচারকরা। তাঁরা হলেন ঢাকার মাহমুদা নাজনীন, সৈয়দা আফসারি জাফরিন ও ফেনীর ফাহমিদা ফেরদৌউস জিনিয়া।
গতকাল ঢাকার বাড্ডায় অবস্থিত প্রাণ-আরএফএলের কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সেই সময় রাজশাহীতে অবস্থান করার কারণে অনুপস্থিত ছিলেন সৈয়দা আফসারি জাফরিন। পুরস্কার হিসেবে বিজয়ীরা পেয়েছেন সঙ্গীসহ ঢাকা-কক্সবাজার ইউএস-বাংলা এয়ারলাইনসের রিটার্ন এয়ার টিকেটসহ হোটেলে দুই রাত তিন দিন থাকার সুযোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান বিচারক ড্যানিয়েল সি গোমেজ। তিনি দেশের প্রথম ইন্টারন্যাশনাল শেফ ইউনিয়নের একজন সদস্য। এ ছাড়া ছিলেন চিয়ার আপ ব্র্যান্ড ম্যানেজার প্রিন্স মাহমুদ, প্রাণ-আরএফএল গ্রুপের ডিজিটাল মিডিয়া বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিফাত আহমেদ ও আনিসুর রহমান, ডেপুটি ম্যানেজার আতিকুর রহমান, ডিজিটাল মিডিয়া বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইউএস-বাংলা এয়ারলাইনসের মার্কেটিং ও সেলস বিভাগের ম্যানেজার আবদুল্লাহ আল মামুন ও নির্বাহী কর্মকর্তা আলবিনো অ্যারন গোমেজ, এনটিভি অনলাইনের বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোরশেদুল আরেফিন প্রমুখ।
নিজের অনুভূতি প্রকাশ করে এনটিভি অনলাইনকে বিজয়ী মাহমুদা নাজনীন বলেন, ‘আমি একসময় কলেজশিক্ষিকা ছিলাম। এখন কিছু করছি না। বিয়ের আগে আমি রান্নাবান্না একদম করতে পারতাম না। বিয়ের পরেই সবকিছু ধীরে ধীরে শিখেছি। এখন রান্না করা আমার শখ ও নেশায় পরিণত হয়েছে। এর আগেও রান্নার বেশ কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি বিজয়ী হয়েছি। এবারও হতে পেয়ে দারুণ অনুভূতি হচ্ছে। ভবিষ্যতে রান্নার আরো বড় প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে চাই।’
ফাহমিদা ফেরদৌউস জিনিয়াও আনন্দিত হয়ে বলেন, ‘আমি ভীষণ খুশি। কারণ, রান্নার প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করে বিজয়ী হয়েছি। পেশায় আমি একজন কলেজশিক্ষিকা। কাজের ফাঁকে আমি রান্না করতে পছন্দ করি। এই পুরস্কার আমার জন্য অনুপ্রেরণা।’
বিচারক ড্যানিয়েল সি গোমেজ বলেন, ‘যাঁরা বিজয়ী হয়েছেন, তাঁদের আমার পক্ষ থেকে অভিনন্দন। সবার রেসিপিই আমি পড়েছি। সবার রান্নার প্রতি আগ্রহ আমার দারুণ লেগেছে। আমাদের দেশে অনেক রেস্টুরেন্ট আছে। দিন দিন প্রতিটি শহরে রেস্টুরেন্টের সংখ্যা বেড়েই চলেছে। তাই এ ধরনের প্রতিযোগিতা অনেক ইতিবাচক। এ ধরনের প্রতিযোগিতা বেশি হলে অজানা অনেক ভালো রন্ধনশিল্পীর খবর আমরা জানতে পারব। প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত হয়ে আমার ভালো লেগেছে। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’
অন্যদিকে চিয়ার আপ ব্র্যান্ড ম্যানেজার প্রিন্স মাহমুদ বলেন, ‘তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন আমরা করেছি। এবারও অনেক সাড়া পেয়েছি আমরা। ভবিষ্যতে আরো এ ধরনের প্রতিযোগিতা আমরা করতে আগ্রহী। আশা করছি, এনটিভি অনলাইন এবং ইউএস-বাংলা এয়ারলাইনস আমাদের পাশে থাকবে। আয়োজকদের সবাইকে ধন্যবাদ এবং বিজয়ীদের অভিনন্দন।’
ইউএস-বাংলা এয়ারলাইনসের মার্কেটিং ও সেলস বিভাগের ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এই প্রতিযোগিতায় আমরা সংশ্লিষ্ট হতে পেরে আনন্দিত। ইউএস-বাংলা এয়ারলাইনস সব সময় এ ধরনের ইভেন্ট পছন্দ করে। আমরা ভবিষ্যতেও এ ধরনের ভালো কাজের অংশীদার হতে চাই। সবাইকে ধন্যবাদ।’
‘চিয়ার আপ গিয়ার আপ দ্য টেস্ট’ প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত ছিল। প্রতিযোগীরা গরু কিংবা খাসির দারুণ একটি রেসিপি রান্না করে সেটার ছবি তুলে ই-মেইলের মাধ্যমে আয়োজকদের কাছে জমা দিয়েছিলেন। উপকরণসহ রেসিপিটির প্রস্তুত প্রণালিও লিখে পাঠান তাঁরা।