ট্রলারে করে মালয়েশিয়া, ১০ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফ উপকূল। ফাইল ছবি
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ১০ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় এক মানবপাচারকারী আটক করা হয়।
টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ঘাট উপকূলে একটি মাছ ধরার ট্রলার থেকে তাদের উদ্ধার করা হয় বলে আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মুঠোফোনে খুদে বার্তায় জানিয়েছে র্যাব-৭।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, ‘সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে ১০ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। এ সময় মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়।’