ময়মনসিংহ কারাগারে হাজতি যুবকের মৃত্যু

ছবি : এনটিভি
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। তাঁর নাম জাফর (২৫)। কারা কর্তৃপক্ষের ভাষ্য, আজ বুধবার ভোর ৫টার দিকে বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
জাফরের বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার ভাটিচারিয়া গ্রামে। তাঁর বাবার নাম এ বি এম গোলাম রব্বানী।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার হাবিবুর রহমান জানান, হাজতি জাফর বুকে ব্যথা অনুভব করলে তাঁকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
লাশ ময়নাতদন্ত শেষে তাঁর স্বজনদের কাছে দেওয়া হবে বলে জানান জেলার।
২০১৩ সাল থেকে একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন জাফর।