বাসের ছাদ থেকে পড়ে যাত্রী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসের ছাদ থেকে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে উপজেলার বগুড়া-নগরবাড়ী সড়কের ভুইয়াগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম (৪৫) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, আমিনুল একটি বাসের ছাদে চড়ে বগুড়া থেকে ঢাকা যাচ্ছিল। বিকেলে বাসটি ভুইয়াগাঁতী এলাকায় পৌঁছালে তিনি বাসের ছাদ থেকে রাস্তায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা ও রায়গঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান এসআই।