‘নৌকা’য় ভোট চাইলেন খুবির উপাচার্য

‘নৌকা’ প্রতীকে ভোট চেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. ফায়েকুজ্জামান।
খুলনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাহউদ্দিন জুয়েলের মতবিনিময় সভায় ওই আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ফায়েকুজ্জামান। গতকাল সোমবার রাতে খুলনা ইউনাইটেড ক্লাবে গোপালগঞ্জ সমিতির সঙ্গে মতবিনিময় করেন শেখ সালাহউদ্দিন জুয়েল।
এ ঘটনায় খুলনায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এতে আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহম্মদ হেলাল হোসেন।
তবে উপাচার্য দাবি করেছেন এতে আচরণবিধি লঙ্ঘন হয়নি।
ওই মতবিনিমিয় সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। এই সময় মঞ্চে ফুল দিয়ে দলীয় প্রতীক ‘নৌকা’ তৈরি করে অতিথিদের সামনের টেবিলে রাখা হয়।
নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনের ১৪ নং ধারায় বলা হয়েছে, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাঁর সরকারি কর্মসূচির সঙ্গে নির্বাচনী কর্মসূচি বা কর্মকাণ্ড যোগ করতে পারবেন না, নিজের বা অন্যের পক্ষে নির্বাচনী প্রচারণায় সরকারি যানবাহন, সরকারি প্রচারযন্ত্রের ব্যবহার বা অন্যবিধ সরকারি সুবিধা ভোগ করতে পারবেন না এবং এই উদ্দেশ্যে সরকারি বা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা কর্মচারীকে ব্যবহার করতে পারবেন না ।
জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে তাঁর কর্মকর্তাদের নিয়ে যোগ দেন। খুলনার কয়েকটি আঞ্চলিক দৈনিকে উপাচার্যের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার ছবি প্রকাশিত হয়েছে।
খুলনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হেলাল হোসেন প্রকাশিত ছবি দেখে বলেন, ‘এটা ভিসি সাহেবের আচরণবিধি লঙ্ঘন হয়েছে। সরকারি লাভজনক পদে থেকে এভাবে নির্বাচনী প্রচারণা সভায় যাওয়াটা নৈতিকভাবে তাঁর সঠিক হয়নি।’
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা-২ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুও উপাচার্যের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।