দেশে ফিরলেন চট্টগ্রামের ৪০৭ হাজি

ফাইল ছবি
৪০৭ জন হাজি নিয়ে বাংলাদেশ বিমানের একটি হজ ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার ৯টা ৪০ মিনিটে বিমানটি অবতরণ করে।
ওই হাজিদের গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার পর চট্টগ্রামে অবতরণের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ১৬ ঘণ্টা পর বিমানটি বাংলাদেশে অবতরণ করে।
শাহ আমানতের একটি সূত্র জানায়, বিমানটি ভোর ৫টার দিকে চট্টগ্রামে এলেও বিরূপ আবহাওয়ার কারণে অবতরণ করতে পারেনি। সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। সেখান থেকে ৯টা ৪০ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক শাহ আমানত বিমানব্ন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ১৫ ঘণ্টা বিলম্বের ফলে হাজিদের অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে।