নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ২ কৃষক নিহত

নড়াইলে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই কৃষক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরী গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইমান আলী মোল্যা (৩৫) ও রুকু মোল্যা (৩২)। ওই দুই কৃষককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহতরা কান্দুরী গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ইলিয়াস হোসেন ও ওলিয়ার মোল্লার সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এরই জের ধরে আজ সকালে ওলিয়ারের লোকজন নিজেদের জমিতে আমন ধান কাটতে গেলে প্রতিপক্ষের লোকেরা বাধা দেয়। ওই সময় অতর্কিতে শর্টগানে গুলি ছুঁড়ে ও কুপিয়ে ঈমান ও রুকুকে হত্যা করে দুর্বৃত্তরা।
ওই ঘটনায় গুলিবিদ্ধ আরো পাঁচজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানিয়েছেন, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। যেকোনো রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।