ফেনীতে প্রতীক নিলেন আ.লীগের ‘বিদ্রোহী’ বাবা-ছেলে

ফেনী-৩ আসনে মহাজোটের পক্ষ থেকে জাতীয় পার্টির প্রার্থী লাঙল প্রতীক পেয়েছেন। তার বিপরীতে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী বাবা পেয়েছেন আপেল আর তাঁর ছেলে পেয়েছেন নোঙর প্রতীক।
ফেনীর তিনটি সংসদীয় আসনের ২৩ জন চূড়ান্ত প্রার্থীর মধ্যে আজ সোমবার নির্বাচনী প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীকপ্রাপ্তদের মধ্যে ২০ জন দলীয়ভাবে আর তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক নিয়েছেন। স্বতন্ত্র তিনজনের সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। ফেনী-১ ও ৩ আসন আওয়ামী লীগ মহাজোটের শরিকদের জন্য ছেড়ে দিয়েছে।
ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় বর্তমানে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি মুন্সী রফিকুল আলম মজনু ধানের শীষ, মহাজোটের প্রার্থী (জাসদ-ইনু) শিরিন আক্তার নৌকাসহ আটজন প্রার্থী তাদের দলীয় প্রতীক গ্রহণ করেন। এ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আব্দুল্লাহ আপেল প্রতীক পেয়েছেন।
ফেনী-২ আসনে আওয়ামী লীগের নিজাম উদ্দিন হাজারী, বিএনপির জয়নাল আবদীন ভিপি জয়নালসহ পাঁচজন প্রার্থী তাদের দলীয় প্রতীক গ্রহণ করেন। এ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই।
ফেনী-১ আসনে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নৌকা প্রতীক পেয়ে উচ্ছ্বসিত মহাজোটের প্রার্থী জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার। ছবি : এনটিভি
ফেনী-৩ আসনে বিএনপির আকবর হোসেন, মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির (এরশাদ) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে প্রস্তাবক-সমর্থকরা দলীয় প্রতীক গ্রহণ করেন। এ আসনে আওয়ামী লীগ থেকে বিদ্রোহী প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি আবুল বাশার আপেল ও তাঁর ছেলে ইসতিয়াক আহমেদ সৈকত নোঙর প্রতীক গ্রহণ করেছেন।