খুলনায় বিএনপির মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ

খুলনা-২ ও খুলনা-৩ আসনের বিএনপি দলীয় প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা করতে পারেনি। তবে একই সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা হাতপাখা প্রতীক নিয়ে খুলনা সদর থানার সামনে দিয়ে মিছিল বের করলে পুলিশ সেখানে বাধা দেয়নি।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরের কেডিঘোষ রোডে বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রতীক বরাদ্দ নিয়ে খুলনা-২ আসনের বিএনপির প্রার্থী সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল আজ বিএনপি কার্যালয়ে আসেন। সেখানে দোয়া মাহফিলের পর ধানের শীষ প্রতীক নিয়ে মিছিল বের করার চেষ্টা করেন তাঁরা। মিছিলটি খুলনা সদর থানার সামনে আসার আগেই পুলিশ সেখানে বাধা দেয় এবং বিকেল ৩টার আগে মিছিল করার অনুমতি নেই বলে জানায়। পরে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করে মিছিলের কর্মসূচি স্থগিত করেন নজরুল ইসলাম মঞ্জু।
আজ সোমবার দুপুরে খুলনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুল আওয়াল তাঁর দলীয় নেতাকর্মী ও হাতপাখা প্রতীক নিয়ে মিছিল বের করেন। ছবি : এনটিভি
একই সময়ে খুলনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আবদুল আওয়াল তাঁর দলীয় নেতাকর্মী ও হাতপাখা প্রতীক নিয়ে মিছিল বের করেন। মিছিলটি ফেরিঘাট মোড় থেকে শুরু করে স্যার ইকবাল রোড দিয়ে খুলনা সদর থানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বিএনপিকে আজ দুপুর ২টার পর মিছিল করতে বলা হয়েছে। তবে তাদের কোনো বাধা দেওয়া হয়নি। দুপুর ২টায় বিএনপি ও বিকেল ৩টায় আওয়ামী লীগকে মিছিল করার অনুমতি দেওয়া আছে।