মোংলায় প্রতীক বরাদ্দের আওয়ামী লীগের আনন্দ মিছিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৩ আসনে (মোংলা-রামপাল) প্রতীক বরাদ্দের পর মোংলায় আনন্দ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ।
আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ কমিটির সদস্য মোতাহার হোসেন প্রিন্সের নেতৃত্বে পৌর শহরে ওই আনন্দ মিছিল হয়। মামার ঘাট থেকে বের হয়ে মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহরের চৌধুরী মোড়ে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মোতাহার হোসেন প্রিন্স। গত ১০ বছরে দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে আগামীতেও উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান প্রিন্স। আসন্ন নির্বাচনে বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ হাবিবুন নাহারকে ভোট দিয়ে জয়যুক্ত করতে এ সময় সবার প্রতি আহ্বান জানান প্রিন্স।
পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ শেখ আবদুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আবদুর রহমান, আওয়ামী নেতা কাজী গোলাম হোসেন বাবলু, সাখাওয়াত হোসেন মিলন, বেল্লাল হোসেন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসেন রনি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।