মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার হরমুজ আলী দুর্ঘটনায় আহত

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক হরমুজ আলী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশা করে হরমুজ আলীকে ত্রিশাল থেকে ময়মনসিংহ আনার পথে ওই দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় আবদুল ওহাব নামে সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের নির্দেশে মামলার আসামি হরমুজ আলীকে আজ দুপুরেই গ্রেপ্তার করেছিল ত্রিশাল থানা পুলিশ। একই মামলায় রাজধানীর গুলশান থেকে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এম এ হান্নান ও তাঁর ছেলে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, গ্রেপ্তার হরমুজ আলীকে সিএনজিচালিত অটোরিকশায় করে ত্রিশাল থেকে ময়মনসিংহে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চালক ওহাব নিহত হন। দুর্ঘটনায় হরমুজ আলীসহ পুলিশ কনস্টেবল আবদুল হাই আহত হন।
পুলিশ জানিয়েছে, হরমুজ আলীকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এখন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
এর আগেও মানবতাবিরোধী অপরাধের মামলায় ফুলবাড়িয়া উপজেলা থেকে তিনজনকে গ্রেপ্তার করে ঢাকায় নেওয়ার পথে সড়ক দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনাটি ঘটেছিল গাজীপুর জেলায়।