‘নির্বাচন সুষ্ঠু হলে জয়ী হবো,’ মোংলায় হাতপাখার প্রার্থী

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী হাফেজ মাওলানা শাহজালাল সিরাজী বলেছেন, ‘যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আমরা বিজয় লাভ করব। তবে এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের যে ভাবভঙ্গি দেখছি, তাতে কোনোভাবেই মনে হচ্ছে না নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে।’
গতকাল মঙ্গলবার নির্বাচনী প্রচার চালানোর সময় শাহজালাল সিরাজী সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
এ সময় তাঁর আসনে পোস্টার লাগাতে পুলিশ বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন মাওলানা শাহজালাল সিরাজী। তিনি জানান, গতকাল রাতেও মোংলা পৌরশহরে দলীয় নেতাকর্মীদের হাতপাখার পোস্টার লাগাতে পুলিশ বাধা দিয়েছে। ওই সময় নেতাকর্মীদের পোস্টার খুলে সরিয়ে নিতেও বাধ্য করা হয়।
এ ছাড়া হাতপাখার নেতাকর্মীদের মারধরসহ নানাভাবে হয়রানি ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন মাওলানা শাহজালাল সিরাজী। তিনি বলেন, ‘এসব বিষয়ে আমরা এরই মধ্যে নির্বাচন অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগও দিয়েছি। তবে কোনো প্রতিকার কিংবা ব্যবস্থা নিতে দেখছি না। আশা করছি, প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন এবং সবাইকে সমানভাবে প্রচার চালানোর সুযোগ তৈরি করে দেবেন।’