মনোনয়ন না পেলেও ধানের শীষের প্রচারে ফরিদুল

বাগেরহাটের মোংলা বন্দরে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এ সময় শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে নির্বাচন করার জন্য আমি বিএনপির দলীয় মনোনয়ন চেয়েছিলাম। বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু পরে ঐক্যফ্রন্ট থেকে জামায়াত প্রার্থীকে এ আসন দেওয়া হয়েছে। জোটের সিদ্ধান্ত মেনে নিয়েই আমি কাজ করছি। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে খালেদা জিয়ার মুক্তিকে ত্বরান্বিত করার আহ্বান জানাচ্ছি।’
ফরিদুল ইসলাম আরো বলেন, ‘আমাকে চূড়ান্ত মনোনয়ন না দেওয়ায় দলীয় অনেক নেতাকর্মীরা মন খারাপ করে আছেন। তাই তাদের খোঁজখবর ও সান্ত্বনা দেওয়ার জন্যই মোংলা ও রামপালের বিভিন্ন এলাকায় যাচ্ছি। যেহেতু আমি এ এলাকারই মানুষ, তাই এখানকার মানুষকে বিগত সময় থেকে নানাভাবে সহযোগিতা করে আসছি, এখনো করছি এবং ভবিষ্যতেও করে যাবো। এ ছাড়া মোংলা প্রেসক্লাবের সাংবাদিকরা আমাকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছেন। তাদের কৃতজ্ঞতা জানাতেই ছুটে আসা। মনোনয়ন পাইনি তাতে কী, সে জন্য এই এলাকার মানুষকে তো ভুলে থাকতে পারি না। মোংলা ও রামপালের মানুষেরা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তাদের প্রতিও আমার ভালোবাসা, সহমর্মিতা ও সহযোগিতা অব্যাহত থাকবে।’