সাতক্ষীরা সীমান্তে সাড়ে সাত কেজি সোনা উদ্ধার

সাতক্ষীরার কাকডাঙা সীমান্তের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে সাড়ে সাত কেজি সোনা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা এলাকার জহুরুল হকের বাড়ি থেকে এসব সোনা উদ্ধার করে।
বিজিবির কাকডাঙা বিওপির নায়েক সুবেদার আবুল কালাম জানান, জহুরুলের বাড়িতে সোনা রয়েছে এমন খবরের ভিত্তিতে সকাল থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। এরপর বিজিবির ৩৮ ব্যাটালিয়নের কর্মকর্তারা সেখানে গিয়ে ঘরে তল্লাশি চালান।
পরে একটি হলুদ ব্যাগে কাপড়-চোপড়ের মধ্যে লুকিয়ে রাখা সোনার ছয়টি প্যাকেট জব্দ করা হয়। প্রতি প্যাকেটে ১০টি করে ৬০টি সোনার বার পাওয়া গেছে। এর প্রতিটির ওজন ১০ তোলা করে।
বিজিবি কর্মকর্তা জানান, অভিযানের সময় ওই বাড়িতে জহুরুলের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী সুমী উপস্থিত ছিল। তার মা সাতক্ষীরা জেলখানায় স্বামী জহুরুলের সঙ্গে দেখা করতে গেছেন বলে জানায় সে। জহুরুল গত ৩ জুলাই প্রায় ৬০০ গ্রাম সোনাসহ গ্রেপ্তার হন। আটক সোনা ভারতে পাচারের জন্য রাখা হয়েছিল বলে ধারণা করছে বিজিবি।
এদিকে দুপুরে সাতক্ষীরার ৩৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক মেজর নজির আহমেদ বকশী এক সংবাদ সম্মেলনে জানান, জহুরুলের ভাই আজহারুল ইসলাম এই সোনা তাঁর ভাতিজি সপ্তম শ্রেণির ছাত্রী সুমির কাছে রেখে যায়। সুমি বিজিবিকে জানিয়েছে, তার চাচা সোনাসহ একটি হলুদ রঙের ব্যাগ তার কাছে রেখে যায়। ব্যাগটি পরে নিয়ে যাওয়ার কথা ছিল।
বিজিবি আজহারুলকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে বলে জানায় বিজিবি।
অভিযানে বিজিবিকে সহায়তা করেন কেড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, ইউপি সদস্য ইয়ার আলী ও মজিবর রহমান।