যশোরে বজ্রপাতে নিহত ২
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/02/photo-1443790415.jpg)
যশোর সদর উপজেলায় বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার ললিতাদহ মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডহেরপাড়ার হোসেন আলীর ছেলে রাশেদ হোসেন (৩০) ও শমসের উদ্দিনের ছেলে আইউব হোসেন (৪৫)।
নিহতের স্বজনরা জানান, ঘটনার সময় রাশেদ ও আইউব ললিতাদহ মাঠে একটি গাছ কাটছিলেন।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, বজ্রপাতের শিকার ওই দুই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।