আইএসের কর্মী সন্দেহে কিশোর আটক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ফতেনগর আঠারবাড়ি এলাকায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কর্মী সন্দেহে এক কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে আটক করে।
urgentPhoto
ওই কিশোরের নাম ফাহিম আল ফয়সাল ইবনে মুছা বিন জুলকারনাইন (১৫)। সে আঠারবাড়ি এমসি স্কুলের শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, ফাহিম ওই এলাকায় ইসলামিক স্টেটের (আইএস) প্রচারপত্র বিতরণ করছিল।
এ বিষয়ে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী গতকাল রাতে জানান, শুক্রবার বিকেলে তাঁরা জানতে পারেন, ফাহিম আঠারবাড়ি এলাকায় আইএসের প্রচারপত্র বিলি করছে ও দেয়ালে সাঁটাচ্ছে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ পুলিশের সাহায্যে তাকে আটক করা হয়।
ইমারত হোসেন আরো জানান, ফাহিমের কাছ থেকে চারটি প্রচারপত্র উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরো জানান, এ ঘটনায় গত রাতে ফাহিমের সহযোগী সন্দেহে মিজান নামের একজনকে আটক করা হয়েছে।