বেনাপোলে নদী থেকে যুবকের লাশ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/03/photo-1443867886.jpg)
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তবর্তী ইছামতি নদী থেকে নিরঞ্জন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুর রহিম জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে সাঁতরে ভারতে যাওয়ার চেষ্টাকালে নিরঞ্জনের মৃত্য হতে পারে। বিজিবি বিষয়টি খতিয়ে দেখছে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিব জানান, সকালে ইছামতি নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
হাবিবুর রহমান আরো বলেন, শার্টের পকেটে থাকা একটি প্রেসক্রিপশনে নিরঞ্জন লেখা থাকলেও তাঁর বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।