নড়াইলে কর্মী-সমর্থকসহ আ.লীগে যোগ দিলেন বিএনপি নেতা

নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নে প্রায় ১০০ কর্মী-সমর্থকসহ আওয়ামী লীগে যোগ দিয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সুলতান মোল্যা।
গতকাল শুক্রবার রাতে নড়াইলের গোবরা বাজার এলাকায় এক অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুকের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন গোবরা বাজার কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা সুলতান মোল্যাসহ প্রায় দলের প্রায় ১০০ কর্মী-সমর্থক।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কলোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আশীষ কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশীষ কুন্ডু মিটুল, জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হাসান তাপস, কলোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহরিয়ার রহমান মুক্ত, সাধারণ সম্পাদক উৎপল কুমার বিশ্বাস, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম লিটু, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম মোল্যা, সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সাবেক ইউপি সদস্য নাজমুল মোল্যা, জহুরুল হক জহুর, টমাস বিশ্বাস, আনন্দ বিশ্বাস প্রমুখ।
যোগদান অনুষ্ঠান শেষে কলোড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিশাল মিছিল গোবরা বাজার প্রদক্ষিণ করে। গোবরা বাজারে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে মিছিল পরবর্তী সমাবেশে নৌকা প্রতীকের প্রার্থী বি.এম. কবিরুল হক মুক্তিকে বিজয়ী করার আহ্বান জানান নেতারা।