টাঙ্গাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত

টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দুজন হলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের খন্দকার ইউনুস (৩০) ও লক্ষ্মীপুর জেলার তৌহিদুর (১৮)।
বাসাইলের গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মোটরসাইকেলযোগে দুই আরোহী টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথে করাতিপাড়া বাইপাস এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি আরো জানান, আজ রোববার সকালে নিহত দুজনের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে যান স্বজনরা।