তীব্র তাপপ্রবাহে নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

প্রখর রোদে যখন হাঁসফাঁস করছে প্রকৃতি, তখন মানুষও খুঁজছে একটু শীতলতা। সেই তাড়নায় রাজশাহীর পদ্মা নদীর শান্ত জলে গা ভেজাতে নেমেছিল ১৪ বছর বয়সী কিশোর জয় হোসেন। কে জানত সেই আনন্দ-মুহূর্তটিই তার জীবনের শেষ মুহূর্ত হবে!
আজ রোববার (১১ মে) দুপুরে নগরীর হাইটেক পার্ক সংলগ্ন শ্রীরামপুর পদ্মা নদীর আই বাঁধ এলাকায় পানিতে ডুবে মৃত্যু হয় জয় হোসেনের। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার বাসিন্দা বাহাদুর আলীর ছেলে।
রাজশাহী নৌ-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রানা আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তীব্র গরমের কারণে রোববার দুপুরে হাইটেক পার্ক সংলগ্ন শ্রীরামপুর এলাকার পদ্মা নদীর ঘাটে গোসল করতে নামে জয়। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় সে পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি ডুবুরি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ডুবুরিরা জয়কে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নৌ-পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত কিশোরের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।