‘সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে, এতেই আমরা খুশি’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং এতেই আমরা খুশি। আমরা চাই, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে কেউ যেন বিতর্কিত করতে না পারে।’
আজ সোমবার দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলা সদরে ফেনী-৩ আসনের মহাজোট প্রার্থী লাঙ্গল প্রতীকের লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর নির্বাচনী জনসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের কাজে সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করছে। সেনাবাহিনী কোনো দলের নয়, সেনাবাহিনী কোনো জোটের নয়। কাজেই সেনাবাহিনীকে নিয়ে যারা আজকে উল্লসিত হচ্ছেন, উচ্ছ্বসিত হচ্ছেন, তাদের বলে দিতে চাই সেনাবাহিনী কোনো পক্ষে যাবে না। সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং এতেই আমরা খুশি। আমরা চাই, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে কেউ যেন বিতর্কিত করতে না পারে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি আমাদের প্রতিপক্ষ জোটকে বলব, ইসিকে বিতর্কিত করেছেন, বিচার বিভাগকে বিতর্কিত করেছেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আপনারা একে একে বিতর্কিত করেছেন। নির্বাচন কমিশন, পুলিশ সবাইকে আপনারা বিতর্কিত করছেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা, বিতর্কিত করা এমন কোনো কাজ থেকে, মন্তব্য থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফেনী-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনী-৩ মহাজোটের মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী প্রমুখ।