নড়াইলে নির্বাচনী সহিংসতায় বিএনপি নেতাসহ আহত ১০

নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে জেলা বিএনপির দপ্তর সম্পাদকসহ ১০ জন আহত হয়েছেন। হামলার জন্য আওয়ামী লীগ সমর্থকদের দায়ী করেছে বিএনপি।
গতকাল মঙ্গলবার লোহাগড়া উপজেলায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন বিএনপি প্রার্থী ফরিদুজ্জামান এ অভিযোগ জানান।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, লক্ষ্মীপাশা ইউনিয়ন যুবদলের সদস্য রাকিব মণ্ডলসহ ১০ নেতাকর্মী ওই হামলায় আহত হন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় টিপু সুলতান মাথা, পা ও হাতে আঘাত পেয়েছেন বলে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে ফরহাদ বলেন, ‘মঙ্গলবার দুপুরে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে লোহাগড়া থেকে নড়াইলে যাওয়ার পথে এড়েন্দা বাসস্ট্যান্ডের কাছে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান তাঁর লোকজন নিয়ে লাঠি ও দেশীয় অস্ত্র হাতে আমাদের ওপর হামলা চালায়।’
নড়াইলে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই উল্লেখ করে ফরহাদ বলেন, ‘হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় আমাদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর ছাড়াও বেশ কয়েকটি মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয় হামলাকারীরা।’