‘নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘ভোটকেন্দ্র দখলসহ নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপি-জামাত-ঐক্যফ্রন্ট।’ তিনি বলেন, ‘নৌকার গণজোয়ারে পরাজয় নিশ্চিত জেনেই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।’
আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠন ও মহানগর ও উত্তর ও দক্ষিন আওয়ামী লীগ নেতাদের যৌথসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নানক।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।
বিএনপি-জামাতের হামলায় এ পর্যন্ত আওয়ামী লীগের ছয়জন নিহত ও প্রায় সাড়ে চার'শ জন আহত হয়েছে জানিয়ে নানক হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। সেইসাথে ছয়টি সংগঠনের মাধ্যমে বিএনপি- জামায়াতের সাড়ে ছয় হাজার নেতাকর্মীকে নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ দেওয়ার সমালোচনা করেন নানক।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিএনপি-জামায়াত শুধু ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে না তারা নৌকার ব্যাজ, শীতকালের মাফলার এবং গেঞ্জি ব্যবহার করে বিভিন্ন ধরণের ঘটনা ঘটিয়ে সে দায় দায়িত্ব আমাদের মাথার ওপর চাপিয়ে দিয়ে অপপ্রচারে নামার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে আমরা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী সংগঠক শুভানুধ্যায়ী ও সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’