সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ভোটবিপ্লব হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এবারের নির্বাচনে ভোটবিপ্লব হবে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে। ভোটবিপ্লব হবে যারা দুর্নীতি ও সন্ত্রাসকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় তাদের বিরুদ্ধে।’
আজ শুক্রবার ফেনীর জায়লস্করে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি-জামায়াত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার নামে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।’
কাদের বলেন, ‘কেউ যদি (ভোটকেন্দ্র) পাহারা দিতে আসে, সেখানে অবশ্যই আমাদেরকে থাকতে হবে। আমরা জানি, আমরা নির্বাচনে জিতবো, আমরা কেনো গোলমাল করতে যাবো। আমাদের তো গোলমাল করার কোনো দরকার নেই।’
সেতুমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচনে জিততে যাচ্ছি। ইনশাল্লাহ বিপুল ভোটে, বেশিরভাগ আসনে আমরা জয়লাভ করতে যাচ্ছি।’
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় ভারতের কোনো হস্তক্ষেপ আছে বলে বা কোনো প্রকার মাথা ঘামানোর বিষয় আছে বলে জানা নেই। আমাদের তো ভারত ক্ষমতায় বসাবে না। আমাদের ক্ষমতায় বসাতে পারে বাংলাদেশের জনগণ, ক্ষমতা থেকে সরাতেও পারে বাংলাদেশের জনগণ। ’