খুলনায় একটি ভোটকেন্দ্রে চারটি ব্যালট বাতিল

খুলনা-৩ আসনের সরকারি মোহসীন কলেজের বুথে ঢুকে কয়েকজন যুবক ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। ছবি : এনটিভি
সিল ছাড়া চারটি ব্যালট বাতিল করেছেন খুলনা-৩ আসনের সরকারি মোহসীন কলেজের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব। বুথে ঢুকে কয়েকজন যুবক একসঙ্গে ব্যালট পেপার ছিঁড়ে ফেলছিল বলে এই সিদ্ধান্ত নেন প্রিসাইডিং কর্মকর্তা।
এই বুথের পোলিং কর্মকর্তা শরমিন সুলতানা বলেন, পাঁচ থেকে সাতজন যুবক বুথে ঢুকে ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। পরে সাংবাদিকদের দেখলে তাঁরা পালিয়ে যান।
খুলনায় সকাল ৮টা থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের আসতে দেখা যায়। তবে কেন্দ্রের সামনে সব দলের ক্যাম্প নেই। অন্যদিকে বিভিন্ন কেন্দ্রে সব দলের পোলিং এজেন্টও দেখা যায়নি।