কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট ভালো হচ্ছে : সিইসি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/12/30/photo-1546155731.jpg)
আজ দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সার্বিক নির্বাচনী পরিবেশ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, দু-একটি জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে ভোট গ্রহণ ভালোভাবেই সম্পন্ন হচ্ছে।
আজ রোববার বেলা ১১টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল ও কলেজের ভোটকেন্দ্রে সস্ত্রীক ভোট দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
নূরুল হুদা বলেন, ‘সারা দেশের খবর তো ভালোই। দু-একটা জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। সেগুলা নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার বিভিন্ন কেন্দ্রে… আমি যাইনি, এখানে তো নির্বাচন ভালো।’
‘দু-একটা জায়গায় স্থগিত আছে ভোট। নির্দেশ দেওয়া আছে, যদি তাঁদের (নির্বাচনী কর্মকর্তা) নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ভোট বন্ধ থাকবে। আর তাঁরা চেষ্টা করবেন নিয়ন্ত্রণে রাখার জন্য,’ বলেন সিইসি।
দেশব্যাপী অনেক ভোটকেন্দ্রেই বিএনপির কোনো এজেন্ট নেই। এমনকি সিইসি যে কেন্দ্রে ভোট প্রদান করেন, সেখানেও দলটির কোনো এজেন্ট দেখা যায়নি। এজেন্টদের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে নূরুল হুদা বলেন, ‘এটা তো এজেন্ট বলতে পারে। এজেন্টরা না এলে এজেন্ট থাকবে না। সেটা তো আমি জানি না। কেউ বলেছে যে আসতে পারে নাই? এ রকম বলেছে? আমার কাছে বলে নাই।’