কারচুপিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন : ড. কামাল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/12/30/photo-1546158037.jpg)
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এখন পর্যন্ত দেশের কোথাও একজনও বলেনি যে নির্বাচন সুন্দর হয়েছে। সারা দেশে নির্বাচনের ব্যাপক কারচুপিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
আজ রোববার সকাল ৮টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোট প্রদান করেন ড. কামাল। পরে দুপুর ১টার দিকে মতিঝিলে গণফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কার কথা জানান।
এ সময় গণফোরামের সাধারণ সম্পাদক এবং ঢাকা-৭ আসনের প্রার্থী মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘প্রশাসনের নাকের ডগায় কেন্দ্র থেকে আমাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তাদের শুধু শারীরিকভাবে নির্যাতন করা নয়, মোবাইল ফোনও কেড়ে নিয়ে গেছে। মোটকথা, একটা বিভীষিকাময় নির্বাচন আমরা পার করছি। আমরা ক্ষমা চাই জনগণের কাছে, আমাদের আহ্বানে সাড়া দিয়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন, কিন্তু তাদের ভোট দিতে দেওয়া হয়নি।’
এ সময় গণফোরামের নির্বাহী সভাপতি ও ঢাকা-৬ আসনের প্রার্থী সুব্রত চৌধুরী বলেন, ‘আমাদের একটা তটস্থতার মধ্যে নির্বাচন করতে হচ্ছে।’
এ সময় নিজ আসনে ইভিএমের ব্যবহার নিয়ে অভিযোগ তোলেন সুব্রত চৌধুরী। তিনি অভিযোগ করেন, তাঁর আসনে অনেক ভোটার ভোট দিতে গেলে ইভিএম চালু করেই বলা হয়েছে, ‘আপনার ভোট দেওয়া হয়ে গেছে।’ এ ছাড়া অনেক কেন্দ্রে ইভিএমই চালু করা যায়নি বলে অভিযোগ করেন তিনি।