পরাজয় নিশ্চিত জেনে ষড়যন্ত্র করছে বিএনপি : নানক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/12/30/photo-1546162787.jpg)
পরাজয় নিশ্চিত জেনে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা দেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
আজ রোববার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নানক।
জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সব শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে বাংলার মাটি থেকে স্বাধীনতাবিরোধী খুনিদের পৃষ্ঠপোষক জামায়াত, বিএনপি ও ঐক্যফ্রন্টকে পরাজিত করবই।’
নানক দাবি করেন, ‘বিএনপি-জামায়াত সারা দেশে ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করছে। মিডিয়ার সামনে মিথ্যাচার ও অপপ্রচারও চালাচ্ছে তারা। ড. কামাল হোসেনের মতো প্রবীণ ব্যক্তিও মিথ্যাচার করছেন। তিনি বিএনপির এজেন্ট না থাকার কথা বলেছেন। অথচ সাতটি আসনে উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা বাতিল হওয়ায় বিএনপির এজেন্ট না থাকারই কথা। যেখানে প্রার্থী নেই, সেখানে এজেন্ট থাকবে কীভাবে? বাংলাদেশের কোনো নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থী অথবা তাদের এজেন্টের ওপর জোর-জবরদস্তি করা হয়েছে এমন কথা কেউ বলতে পারবে না। সাংবিধানিকভাবে নির্বাচনে অযোগ্য যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনি পরিবার, একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত আসামিদের পরিবার ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের মনোনয়ন দিয়ে বিএনপির দেউলিয়াপনা প্রকাশ পেয়েছে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, ‘ধ্বংসাত্মক রাজনীতির কারণে জনগণ বিএনপি-জামায়াত জোটকে প্রত্যাখ্যান করেছে। বিএনপির ডাকে কোনো সাড়া দেয়নি জনগণ। বিএনপি-জামায়াত জোট জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে নির্বাচনী প্রচারে নামতে পারেনি। নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নিয়েছে তারা।’