বিপুল ব্যবধানে জয় মাশরাফির
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/12/30/photo-1546180445.jpg)
নড়াইলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাশরাফি। ছবি : এনটিভি
ভোটের লড়াইয়ে জয় পেয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। জয়টা বেশ বড়ই। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দুই লাখ ৬৬ হাজার ৪১২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি।
নড়াইল- ২ (লোহাগড়া ও সদর আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করেন মাশরাফি। তিনি পেয়েছেন দুই লাখ ৭৪ হাজার ৪১৮ ভোট।
মাশরাফির নিকটতম প্রার্থী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের এনপিপির প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান। তিনি পেয়েছেন আট হাজার ছয় ভোট।
প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছেন মাশরাফি। ভোটে অংশ নিয়েই বড় জয় পেলেন মাশরাফি।
আজ রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।