খালেদা জিয়ার আসনে জয় পেলেন মির্জা ফখরুল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/12/30/photo-1546183302.jpg)
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আসনে জয় পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়া- ৬ (সদর) আসনে জয় পেয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।
ওই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দণ্ডিত হওয়ার কারণে বাতিল হয় তাঁর প্রার্থিতা।
পরে ওই আসন থেকে নির্বাচন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই আসনে মির্জা ফখরুল পেয়েছেন দুই লাখ ছয় হাজার ৯০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৪০ হাজার ২৬২ ভোট।
আজ রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বগুড়া -৬ আসনে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। তিনবারই বিপুল ভোটে জয়ী হন খালেদা জিয়া।