মহাজোট থেকে ২১টি ও উন্মুক্ত ১টি আসনে জাতীয় পার্টির জয়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/12/30/photo-1546191677.jpg)
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অংশ হয়ে জাতীয় পার্টি (এরশাদ) ২৬টি আসনে এবং ১৪৮টি আসনে উন্মুক্ত প্রার্থী দেয় দলটি। তবে মহাজোটের অংশ হলেও ‘লাঙ্গল’ প্রতীকেই নির্বাচনে অংশ নেয় জাপা।
এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে মহাজোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নেওয়া ২১টি আসনে জয়ী হয়েছে জাপা। এদিকে উন্মুক্ত প্রার্থী দেওয়া আসনগুলোর মধ্যে একটিতে জয়ী হয়েছে জাতীয় পার্টি।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) : লিয়াকত হোসেন খোকা (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
নারায়ণগঞ্জ-৫ (বন্দর ও সদর আংশিক) : এ কে এম সেলিম ওসমান (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
কিশোরগঞ্জ-৩ (তাড়াইল ও করিমগঞ্জ) : মুজিবুল হক চুন্নু (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
চট্টগ্রাম-৫ (চসিক ১ ও ২ নম্বর ওয়ার্ড) : আনিসুল ইসলাম মাহমুদ (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
বগুড়া-২ (শিবগঞ্জ) : শরিফুল ইসলাম জিন্নাহ (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) : মো. নূরুল ইসলাম তালুকদার (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) : পীর ফজলুর রহমান মিসবাহ (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) : মো. রুস্তম আলী ফরাজী (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি আংশিক) : মসিউর রহমান রাঙ্গা (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
রংপুর-৩ (সদর ও রসিক) হুসেইন মুহম্মদ এরশাদ (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
নীলফামারী-৩ (জলঢাকা) : মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) : আহসান আদেলুর রহমান (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
ময়মনসিংহ-৪ (সদর) : রওশন এরশাদ (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) : ফখরুল ইমাম (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
ঢাকা-৪ (সিটির ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮ ও ৫৯ নম্বর ওয়ার্ড) : সৈয়দ আবু হোসেন বাবলা (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
ঢাকা-৬ (সিটির ৩৪ থেকে ৪৬ নম্বর ওয়ার্ড) : কাজী ফিরোজ রশীদ (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) : লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) : নাসরিন জাহান রত্না (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
লালমনিরহাট-৩ (সদর) : গোলাম মোহাম্মদ কাদের (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) : পনির উদ্দিন আহমেদ (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) : শামীম হায়দার পাটোয়ারী (মহাজোট, জাতীয় পার্টি, লাঙ্গল)
এদিকে উন্মুক্ত প্রার্থী দেওয়া আসনটি হচ্ছে: বরিশাল-৩ (মুলাদী এবং বাবুগঞ্জ) : গোলাম কিবরিয়া টিপু (জাতীয় পার্টি, লাঙ্গল)