নিক্সনের কাছে আবারও হারলেন আ.লীগের জাফর উল্লাহ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/12/31/photo-1546193926.jpg)
ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
আজ রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর-৪ আসনে প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন। সিংহ মার্কা নিয়ে পেয়েছেন এক লাখ ৪৩ হাজার ৭০৭ ভোট। তাঁর নিকটতম প্রার্থী আওয়ামী লীগের কাজী জাফর উল্লাহ পেয়েছেন ৯৫ হাজার ১৮৮ ভোট।
দশম জাতীয় সংসদ নির্বাচনেও নিক্সনের কাছে হেরেছিলেন আওয়ামী লীগের জাফর উল্লাহ। সেবারও স্বতন্ত্র নির্বাচন করে জাফর উল্লাহকে পরাজিত করেন নিক্সন।
ফরিদপুর জেলার ১৪ লাখ ২০ হাজার ৬৭২ জন ভোটারের মধ্যে ৮৫ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানান জেলার রিটার্নিং কর্মকর্তা উম্মে সালমা তানজিয়া। তিনি বলেন, ‘জেলার চারটি সংসদীয় আসনে বড়ধরনের সহিংসতা ছাড়াই ভোটারা নির্বিঘ্নে তাঁদের ভোট প্রয়োগ করেছেন।’
ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মনজুর হোসেন। তিনি পেয়েছেন তিন লাখ ৬ হাজার ৮৯১ ভোট। তাঁর নিকটতম প্রার্থী বিএনপির শাহ মো. আবু জাফর তিনি পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট ।
ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা ও সদরপুর আংশিক) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি পেয়েছেন দুই লাখ ১৯ হাজার ৬০৬ ভোট। তাঁর নিকটতম প্রার্থী বিএনপির শামা ওবায়েদ ইসলাম পেয়েছেন ১৪ হাজার ৮৮৫ ভোট।
ফরিদপুর-৩ (সদর) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি পেয়েছেন দুই লাখ ৭৪ হাজার ৮৭১ ভোট। তাঁর নিকটতম প্রার্থী বিএনপির চৌধুরী কামাল ইবনে ইউসুফ পেয়েছেন ২১ হাজার ৭০৪ ভোট।