ময়মনসিংহের ১১টি আসনই মহাজোটের দখলে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/12/31/photo-1546216859.jpg)
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনেই জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা। বেসরকারি ফলাফলে মহাজোটের জাতীয় পার্টির রওশন এরশাদসহ দুজন এবং আওয়ামী লীগের নয়জন বিজয়ী হয়েছেন।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) : জুয়েল আরেং (আ.লীগ-নৌকা), প্রাপ্ত ভোট : ২,৫৮,৯২৩টি। আফজাল এইচ খান (বিএনপি-ধানের শীষ), প্রাপ্ত ভোট : ২৮,৬৩৮টি।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) : শরীফ আহমেদ (আ.লীগ-নৌকা), প্রাপ্ত ভোট : ২,৯১,৪৭২টি। মো. শাহ শহীদ সারোয়ার (বিএনপি-ধানের শীষ), প্রাপ্ত ভোট : ৬২,২৩৩টি।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) : নাজিম উদ্দিন আহামেদ (আ.লীগ-নৌকা), প্রাপ্ত ভোট ১,৫৯,৩০০টি। এম ইকবাল হোসেইন (বিএনপি-ধানের শীষ), প্রাপ্ত ভোট : ২৪,৫১৯টি।
ময়মনসিংহ-৪ (সদর) : রওশন এরশাদ (মহাজোট-লাঙ্গল), প্রাপ্ত ভোট : ২,৪৪,৭৭৪টি। মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (বিএনপি-ধানের শীষ), প্রাপ্ত ভোট : ১,০৩,৭৫৩টি।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) : কে এম খালিদ (আ.লীগ-নৌকা), প্রাপ্ত ভোট : ২,৩২,৫৬৩টি। মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি-ধানের শীষ), প্রাপ্ত ভোট : ২২,২০৩টি।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) : মো. মোসলেম উদ্দিন (আ.লীগ-নৌকা), প্রাপ্ত ভোট : ২,৪০,৫৮৫টি। শামছ উদ্দিন আহমদ (বিএনপি-ধানের শীষ), প্রাপ্ত ভোট : ৩২,৩৩২টি।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) : মো. হাফেজ রুহুল আমিন মাদানী (আ.লীগ-নৌকা), প্রাপ্ত ভোট : ২,০৪,৭৩৪টি। ডা. মাহবুবুর রহমান (বিএনপি-ধানের শীষ), প্রাপ্ত ভোট : ৩৬,৪০৮টি।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) : ফখরুল ইমাম (মহাজোট-লাঙ্গল), প্রাপ্ত ভোট : ১,৫৬,৭৬৯টি। এ এইচ এম খালেকুজ্জামান (গণফোরাম-ধানের শীষ), প্রাপ্ত ভোট : ৩৪,০৬৩টি।
ময়মনসিংহ-৯ (নান্দাইল) : আনোয়ারুল আবেদিন খান তুহিন (আ.লীগ-নৌকা), প্রাপ্ত ভোট : ২,২৭,০৪৮টি। খুররম খান চৌধুরী (বিএনপি-ধানের শীষ), প্রাপ্ত ভোট : ২০,৮৫৮টি।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) : ফাহমী গোলন্দাজ বাবেল (আ.লীগ-নৌকা), প্রাপ্ত ভোট : ২,৮১,২৩০টি। সৈয়দ মাহবুব মোরশেদ (এলডিপি-ধানের শীষ), প্রাপ্ত ভোট : ৩,১৭৫টি।
ময়মনসিংহ-১১ (ভালুকা) : কাজিম উদ্দিন আহামেদ ধনু (আ.লীগ-নৌকা), প্রাপ্ত ভোট : ২,২২,২৪৮টি। ফকরুদ্দিন আহমেদ (বিএনপি-ধানের শীষ), প্রাপ্ত ভোট : ২৬,৮৯৬টি।