‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নির্বাচন উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’
বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচন উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দিন আহমদ।
সোমবার ভোরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
ইসি সচিব বলেন, ‘বিপুল জয়ের জন্য আওয়ামী লীগকে অভিনন্দন জানাই। একটি নির্বাচিত সরকারের অধীনে এবং একটি রাজনৈতিক সরকারের অধীনে একটি নির্বাচন কীভাবে হতে পারে তা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’
গতকাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৭ আসন। এর ফলে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন করবে মহাজোট। ২০০৮ সাল থেকে এ নিয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করতে যাচ্ছে মহাজোট।
এদিকে জাতীয় ঐক্যফ্রন্ট নামে পরিচিত বিএনপি জোট পেয়েছে ৬টি আসন।
ফলাফল প্রসঙ্গে রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, ‘দলীয় সরকারের অধীনে যে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হওয়া সম্ভব তা এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে।’ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এইচ টি ইমাম।
এইচ টি ইমাম বলেন, ‘বাংলার জনগণের নিরঙ্কুশ সমর্থনে, এই স্বাধীন-সার্বভৌম নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এর সব কৃতিত্বের দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সরকারপ্রধান হয়েও স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সংবিধানের বিধান অনুযায়ী কীভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়, তার অনন্য নজির স্থাপন করেছেন।’
এদিকে নির্বাচনে অংশ নিলেও ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে নতুন নির্বাচন দাবি করেন আহ্বায়ক ড. কামাল হোসেন। এ সময় পাশে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।