ঢাকায় মহাজোটের জয়, সবশেষে ইভিএমের ফল
ঢাকা মহানগরের ১৫টি আসনের সবকটিতেই জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীরা। এর মধ্যে ১২টিতে আওয়ামী লীগ, দুটিতে জাতীয় পার্টি এবং একটি আসনে জয়ী হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী।
এর মধ্যে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে ঢাকা-৬ ও ঢাকা-১৩ আসনে। তবে, এ দুটি আসনের চুড়ান্ত ফল পেতে যথাক্রমে ছয় এবং সাত ঘণ্টা বেশি সময় লেগেছে। পরে, রিটার্নিং কর্মকর্তারা জানান, ইন্টারনেটের গতি কম থাকায় আসন দুটির ফলাফল পেতে দেরি হয়েছে।
গতকাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মহানগরীর ঢাকা-৪ আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। বাবলা ভোট পেয়েছেন এক লাখ ছয় হাজার ৯৫৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের সালাহউদ্দিন আহমেদ পেয়েছেন ৩৩ হাজার ১১৭ ভোট।
ঢাকা-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান মোল্লা দুই লাখ ২০ হাজার ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপির নবীউল্লাহ নবী। তিনি পেয়েছেন ৬৭ হাজার ৫৭২ ভোট।
ঢাকা-৬ আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ রশিদ। লাঙ্গল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৩ হাজার ৫৫২ ভোট। এই আসনে গণফোরাম প্রার্থী সুব্রত চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে তাঁর কাছাকাছি আছেন। তিনি পেয়েছেন ২৩ হাজার ৬৯০ ভোট।
ঢাকা-৭ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী হাজী মো. সেলিম। তাঁর অর্জিত ভোট এক লাখ ৭৩ হাজার ৬৮৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের মোস্তফা মহসিন মন্টু পেয়েছেন ৫১ হাজার ৬৭২ ভোট।
ঢাক-৮ আসনে জয়ী হয়েছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী রাশেদ খান মেনন। তিনি পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৫৩৮ ভোট। এই আসনের বিএনপি প্রার্থী মীর্জা আব্বাস পেয়েছেন ৩৮ হাজার ৭১৭ ভোট।
ঢাকা-৯ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী দুই লাখ ২৪ হাজার ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আফরোজা আব্বাস ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯ হাজার ১৬৫ ভোট।
ঢাকা-১০ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ব্যারিস্টার ফজলে নূর তাপস। তিনি পেয়েছেন, এক লাখ ৬৮ হাজার ১৭২ ভোট। যেখানে বিএনপি প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৪৩ হাজার ৮৩১ ভোট।
ঢাকা-১১ আসনে এক লাখ ৮৬ হাজার ৬৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী এ কে এম রহমতউল্লাহ। এদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আরা বেগম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪ হাজার ৭২১ ভোট।
ঢাকা-১২ আসনে জয়ী হয়েছেন, আওয়ামী লীগ প্রার্থী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি পেয়েছেন এক লাখ ৯১ হাজার ৮৯৫ ভোট। তাঁর বিপরীতে বিএনপির সাইফুল আলম নীরব পেয়েছেন ৩২ হাজার ৬৭৮ ভোট।
ঢাকা-১৩ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সাদেক খান। তাঁর প্রাপ্ত ভোট এক লাখ তিন হাজার ১৬৩। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুস সালাম পেয়েছেন ৪৭ হাজার ২৩২ ভোট।
ঢাকা-১৪ আসনে এক লাখ ৯৭ হাজার ১৩০ ভোট পেয়ে জয়লাভ করেছেন আওয়ামী লীগ প্রার্থী আসলামুল হক। সৈয়দ আবু বকর সিদ্দিক ধানের শীষ প্রতীক নিয়ে ৫৪ হাজার ৯৮১ ভোট পেয়েছেন।
ঢাকা-১৫ আসনে এক লাখ ৭৫ হাজার ১৬৫ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী কামাল আহমেদ মজুমদার বিজয়ী হয়েছেন। এই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৭১ ভোট।
ঢাকা-১৬ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ইলিয়াস উদ্দিন মোল্লা। ইলিয়াস পেয়েছেন, এক লাখ ৭৫ হাজার ৫০৬ ভোট। এদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আহসান উল্লাহ হাসান পেয়েছেন ৫০ হাজার ৫৩৭ ভোট।
ঢাকা-১৭ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আকবর হোসেন পাঠান, যিনি নায়ক ফারুক হিসেবেই বেশি জনপ্রিয়। তিনি বিজয়ী হয়েছেন এক লাখ ৬৪ হাজার ৬১০ ভোট পেয়ে। ধানের শীষ প্রতীক নিয়ে এই আসনের বিজেপি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দ্বিতীয় হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৩৮ হাজার ৬৩৯।
ঢাকা-১৮ আসনে, আওয়ামী লীগ প্রার্থী সাহারা খাতুন তিন লাখ দুই হাজার ছয় ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে জেএসডি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে ৭১ হাজার ৭৯২ ভোট পেয়েছেন।