খুলনায় বড় ব্যবধানে নৌকার জয়
খুলনার ছয়টি আসনে নৌকা প্রতীকের সব প্রার্থীই জয়লাভ করেছেন। গতকাল রোববার রাত ১০টায় রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হেলাল হোসেন ফল ঘোষণা করেন।
খুলনা-১ আসনে নৌকার প্রার্থী পঞ্চানন বিশ্বাস এক লাখ ৭২ হাজার ৫৯ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের আমীর এজাজ খান পেয়েছেন ২৮ হাজার ৪৩৭ ভোট।
খুলনা-২ আসনে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হয়। এ আসনে নৌকার শেখ সালাহউদ্দিন জুয়েল এক লাখ ১২ হাজার ১০০ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ২৭ হাজার ৩৭৯ ভোট।
খুলনা-৩ আসনে নৌকার প্রার্থী মন্নুজান সুফিয়ান এক লাখ ৩৬ হাজার ৮০৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল পেয়েছেন ২৩ হাজার ৬০৬ ভোট।
খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী আবদুস সালাম মুর্শেদী দুই লাখ ২৩ হাজার ৩১১ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল পেয়েছেন ১৪ হাজার ১৮৭ ভোট।
খুলনা-৫ আসনে নৌকার প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ দুই লাখ ৩১ হাজার ৭২৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ৩২ হাজার ৯৫৯ ভোট।
খুলনা-৬ আসনে নৌকার প্রার্থী আক্তারুজ্জামান বাবু দুই লাখ ৮৪ হাজার ৩৪৯ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ পেয়েছেন ১৯ হাজার ২৫৭ ভোট।