নারায়ণগঞ্জের তিনটিতে নৌকা, দুটিতে লাঙ্গলের জয়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/12/31/photo-1546244445.jpg)
নারায়ণগঞ্জের পাঁচটি আসনের তিনটিতে জয়ী হয়েছে নৌকা প্রতীকের প্রার্থীরা। অন্যদিকে, লাঙ্গল প্রতীকের প্রার্থীরা নিয়েছেন দুটি আসন। গতকাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
আজ সোমবার ঘোষিত ফল থেকে জানা যায়, নারায়ণগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে জয়ী হয়েছেন গোলাম দস্তগীর গাজী। ১২৭টি কেন্দ্রে তিনি পেয়েছেন দুই লাখ ৪৩ হাজার ৭৩৯ ভোট। এখানে ধানের শীষের প্রার্থী কাজী মনিরুজ্জামান পেয়েছেন ১৬ হাজার ৪৩৪ ভোট।
নারায়ণগঞ্জ-২ আসনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবু। তিনি পেয়েছেন, দুই লাখ ৩২ হাজার ৭২২ ভোট। ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ পেয়েছেন পাঁচ হাজার ১২ ভোট। এ আসনে কেন্দ্রসংখ্যা ছিল ১১৩টি।
নারায়ণগঞ্জ-৩ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী লিয়াকত হোসেন খোকা এক লাখ ৯৭ হাজার ৭৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে, এ আসনে ধানের শীষ নিয়ে আজাহারুল ইসলাম মান্নান পেয়েছেন ১৮ হাজার ৪৭ ভোট। এখানে কেন্দ্রসংখ্যা ১১৮টি।
নারায়ণগঞ্জ-৪ আসনে জয়ী হয়েছেন নৌকার শামীম ওসমান। ২১৬টি কেন্দ্রে শামীম ভোট পেয়েছেন তিন লাখ ৯৩ হাজার ১৩৬ ভোট। তাঁর বিপরীতে ধানের শীষের মুফতি মনির হোসেন পেয়েছেন ৭৬ হাজার ৫৮২ ভোট।
নারায়ণগঞ্জ-৫ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে সেলিম ওসমান জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন দুই লাখ ৭৯ হাজার ৫৪৫ ভোট। যেখানে ধানের শীষের এস এম আকরাম এ আসনে পেয়েছেন ৫২ হাজার ৩৫২ ভোট।